14 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ধর্ষকের শাস্তির দাবিতে তরুণীর অবস্থান কর্মসূচি

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মৌলভীবাজারের দুই তরুণী অবস্থান কর্মসূচি পালন করছেন। শনিবার (০৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের সমন্বয়ক তানজিয়া শিশির ও মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সানজু আনাত এ অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের এই কর্মসূচী আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে।

এসময় তারা বিভিন্ন ধরণের প্লেকার্ড প্রদর্শন করেন। প্লেকার্ডে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা এবং চিহ্নিত ধর্ষকদের ৩০ কার্যদিবসের মধ্যে বিচার করতে এমন লেখা দেখা যায়।

অবস্থান কর্মসূচীতে অংশ নেওয়া তানজিয়া শিশির জানান, মৌলভীবাজারের বড়লেখায় ৩ বছরের শিশু ও মাগুরায় ৮ বছরের শিশু সহ সারাদেশে ক্রমাগত ধর্ষনের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের এই কার্যক্রম আগামী ১০ মার্চ চলবে। এই দিন তারা পরবর্তী কর্মসূচী ঠিক করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ধর্ষণের বিচার হয়নি। বৈষম্যহীন সমাজে আমরা আর বিচারহীনতার সংস্কৃতি দেখতে চাইনা। ধর্ষকের কোন দল নেই, ধর্ম নেই। তার একটাই পরিচয় ধর্ষক। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হোক।