12 July 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক মাজহারুলের সদস্যপদ স্থগিত

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ভুল তথ্য ছড়িয়ে মব উসকে দেওয়ার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংগঠনটির কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী ১ কার্যদিবসের মধ্যে ঘটনার সদুত্তর প্রদানের জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামকে ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যপদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।