12 July 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মনু নদী থেকে রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর দাউদপুর এলাকা থেকে পারভীন ফাতেমা নামক এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সাথে ১১শ ভারতীয় রুপি, একটি মোবাইল ও মিয়ানমারের নাগরিকত্বের ফটোকপি পাওয়া গেছে। নাগরিকত্বেও ফটোকপিতে নিহত ওই নারীর জন্ম সাল ২০০৭ বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার (০৩ মার্চ) সন্ধ্যার দিকে মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের ধারণা, সম্ভবত সীমান্তের ওপার থেকে লাশ ভাসতে ভাসতে এসেছে। অথবা সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার জন্য এসেছিলো। দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে। লাশটি ফুলে যাওয়ায় নদীর পানিতে ভাসছিলো। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

তিনি আরও জানান, লাশের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে বলে নিশ্চিত করেন। আপাতত কুলাউড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।