05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ব্রোঞ্জের লক্ষ্যে বাংলাদেশের ইরান যাত্রা

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

ইরানের রাজধানী তেহরান থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত পারদিস শহর। এই শহরে ৪-৯ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে থাকছে বাংলাদেশও।

বাংলাদেশ দলের কোচ কাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সুবিমল চন্দ্র দাস, কোচ হিসেবে থাকছেন শাহনাজ পারভীন মালেকা। বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শাবণী মল্লিক। আজ ২ মার্চ রোববার রাত ৯টায় এই আসরে অংশ নিতে দেশ ছাড়ছেন ৯ জন, বাকি ৫ সদস্য যাবেন ৩ মার্চ সকালে।

২০০৫ সালে শুরু হওয়া এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটি ৬ষ্ঠ সংস্করণ। বিগত পাঁচ আসরের মধ্যে ২০০৫ সালে অভিষেক আসরে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। ইরানে আয়োজিত ৬ষ্ঠ আসরে পদকের প্রত্যাশা করছেন কোচ শাহনাজ পারভীন মালেকা।

তিনি বলেন, ‘যদি বলি আমরা স্বর্ণ কিংবা রুপা জয়ের লক্ষ্য নিয়ে যাবো—ওটা মোটেও বাস্তব সম্মত হবে না। বর্তমান অবস্থান বিবেচনায় ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এ বাস্তবতা মাথায় রেখেই খেলতে হবে আমাদের। আমি বিশ্বাস করি ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সে লক্ষ্য নিয়েই আমরা ইরান যাব।’

শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুনকে নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ দল।

১০ জানুয়ারি ২০২৫ থেকে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আবাসিক ক্যাম্পে অনুশীলন করছিল বাংলাদেশ নারী কাবাডি দল। এই দলে মূল কোচ সুবিমল হলেও ইরানে নারীদের খেলায় পুরুষরা থাকতে পারেন না। ফলে স্টেডিয়ামে মালেকাকেই কোচের দায়িত্ব পালন করতে হবে।