

স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুবায়ের আহমদ চৌধুরীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
বুধবার (১৩ ফেব্রæয়ারি) জেলা বিএনপি’র মিডিয়া সেল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্যাডে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলা বিএনপি’র সদস্য জুবায়ের আহমদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্যাডে আরও উল্লেখ করা হয়, এখন থেকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য বলা হয়েছে।
জুবায়ের আহমদ চৌধুরী রাজনগর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে রাজনগর উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সদস্যের পাশাপাশি রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় একটি সূত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি নেতা নুরুল ইসলাম সেলনের গাড়ীতে কলেজ পয়েন্ট এলাকায় হামলা হয়। হামলায় যারা জড়িত ছিলেন তারা ছাত্রদল কর্মী ও জুবায়ের আহমদ চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। এই ঘটনায় মনসুরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মশাহিদ আহমদ বাদী হয়ে রাজনগর থানায় ১৩জনকে আসামী করে একটি অভিযোগ দিয়েছেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান জানান, এই ঘটনায় থানায় ১৩ জনের নামোউল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।