
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ দিল মঈন উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন। মঙ্গলবার (০৪ ফেব্রæয়ারি) দুপুরে সদর উপজেলার কাজির বাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মছলেহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) বুলবুল আহমদ। সাধারণ সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দীন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, মৌলভীবাজার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জলিল উদ্দিন চৌধুরী ও আপ্তাব উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম।
এসময় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী বলেন, আমরা এই ফাউন্ডেশনটি আর্থ-মানবতার সেবায় শুরু করেছি। প্রথমে আমরা শিক্ষার উন্নয়নে কাজ করেছি। এছাড়া সামাজিক বিভিন্ন ধরণের কাজ চালিয়ে গেছি। আমাদের লক্ষ্য হচ্ছে দেশেকে সকল ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নেওয়া আমাদের কার্যক্রমের মাধ্যমে।
তিনি বলেন, মঈন উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন শিক্ষার উন্নয়নে কাজ করছে। আমরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে তাদেরকে উৎসাহ দেবার চেষ্টা করছি। যাতে তারা পড়ালেখায় আরও ভালো করে। এবং শিক্ষায় দেশকে এগিয়ে নিতে কাজ করে। আমরা আমাদের জায়গা থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।