12 July 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

কুশিয়ারা থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে কারাণ্ড

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের রাজনগরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে এক মাসের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় বালু তোলার সময় তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি বালুখেকো চক্র কুশিয়ারা নদীর রাজনগর অংশে কাশিমপুর এলাকা থেকে অনুমতি ছাড়া এক্সেভেটর মেশিনে বালু তুলে বিক্রি করে আসছে। এই চক্রকে থামাতে আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-জরিমানা করা হয়। তবুও তাদের দৌরাত্ম থামছে না। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা অভিযানে যান। অভিযানের টের পেয়ে এক্সেভেটর ও বালু বহনে ব্যবহৃত ট্রাক সরিয়ে ফেলে ওই চক্রের সদস্যরা। ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সাথে জড়িত রাজনগর উপজেলার ইসলাপুর গ্রামের মৃত ইয়ারব মিয়ার ছেলে সেলিম মিয়াকে (৩৬) আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদÐ দেন ভ্রাম্যমাণ আদালত।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে তাকে ১ মাসের কারাদÐ দেয়া হয়েছে। অবৈধভাবে যারা বালু তুলছেন তাদের বিরোদ্ধে অভিযান চলবে।