12 July 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

নিজাম হাজারীকে ভারতে আটকের বিষয়ে যা জানা গেল

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার তথ্য যাচাই করেছে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, ‘Abdur Rab Bhuttow’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৮ জানুয়ারি রাত ১০টা ৩ মিনিটে করা পোস্টটি সম্ভাব্য প্রথম পোস্ট হিসেবে পাওয়া যায়। তবে এই পোস্টে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে, দাবির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামীম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এমন কোনো গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই।

এদিকে দেশের কিছু মূলধারার সংবাদ মাধ্যমে নিজাম হাজারীর আটকের বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এর একটি বক্তব্য পাওয়া যায়।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, এখন পর্যন্ত নিজাম হাজারীর নামে ৮টি হত্যা মামলাসহ নয়টি মামলা হয়েছে। তার নামে নানা অপকর্মের অভিযোগ পাওয়া যাচ্ছে। তাকে গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

হাবিবুর রহমান রিউমর স্ক্যনারকে জানান, গত ৬ আগস্ট নিজাম উদ্দিন হাজারী আটকের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

নিজাম হাজারীকে আটকের দাবিটি ভুয়া বলে নিশ্চিত হলেও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

নিজাম হাজারী গ্রেপ্তার না হলেও গত ১২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তার ব্যক্তিগত সহকারী (পিএ) মোহাম্মদ ফরিদ মানিককে আটক করেছে পুলিশ।