

স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারে ১৮৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এসময় চিনি বোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনির পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সিলেটের জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইয়াসিন আলী (২৫) ও একই উপজেলার বারঘাতি এলাকার ইব্রাহিম আলীর ছেলে রিফাত হাসান দিপু (২২)।
গোয়েন্দা পুলিশ জানায়, রাত ৯টার দিকে ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি করলে এতে ৫০ কেজি ওজনের ১৮৮টি বস্তায় মোট ৯ হাজার ৪০০ কেজি চিনি পাওয়া যায়। পরে চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ এসব চিনি জব্দ করা হয়। পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত দিয়ে চিনি এনে কুমিল্লায় বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দিতে কৌশল হিসেবে চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল।
মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন আমার দেশকে বলেন, চোরাচালানকারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি পরিবহন করছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চিনি বোঝাই ট্রাক জব্দ করেছে। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মঙ্গলবার মৌলভীবাজার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।