

ফটোনিউজবিডি ডেস্ক::
লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নাওয়াফ সালাম। লেবানসের প্রেসিডেন্ট জোসেফ আউন সোমবার (১৩ জানুয়ারি) তাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করেন। এর আগে আউনের সঙ্গে পরামর্শকালে দেশটির সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা নাওয়াফ সালামের প্রতি সমর্থন জানান। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ও নাওয়াফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থায় দুই বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। ২০২২ সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদটি খালি ছিল। এছাড়া এতো দিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সক্ষমতার ভিত্তিতে দেশটির মন্ত্রিপরিষদ পরিচালিত হতো।
এদিকে, সৌদি আরবের জোরালো চাপের পর গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) লেবাননের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জোসেফ আউন। আর এরপরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, নাওয়াফ সালাম সাম্প্রতিক বছরগুলোয় দুবার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ছিলেন। তিনি ব্যাপকভাবে একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত।