15 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ, সেক্রেটারি কাজী দাইয়ান

Share

স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন তারেক আজিজ। এতে সেক্রেটারি মনোনীত হয়েছেন কাজী দাইয়ান আহমদ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত শিবিরের সাথী ও সদস্যদের এক সমাবেশে ২০২৫ সালের জন্য তাদের নাম ঘোষণা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, শিবিরের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক তৌহিদুল হক মিসবাহ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য শরীফ মাহমুদ, মৌলভীবাজার জেলা শিবিরের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

নবনির্বাচিত শহর শিবিরের সভাপতি তারেক আজিজ জানান, শহর শাখার সাথী ও সদস্যরা সভাপতি নির্বাচিত করেছেন। সকলের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হয়েছেন কাজী দাইয়ান আহমদ। শিগগিরই তারা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবেন।