08 January 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ক্যাবের মৌলভীবাজার জেলা কমিটি গঠন

Share

স্টাফ রিপোর্টার::

কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কমিটির আত্মপ্রকাশ করা হয়।

কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া স্বাক্ষরিত প্যাডে শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিনকে সভাপতি ও দৈনিক যুগান্তর ও এসএটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ’কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি’র অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সহযোগী অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, প্রফেসর মো: রফি উদ্দিন, সৈয়দ তফজ্জল হোসেন, ডা. এ.কে এম জিল্লুল হক, কোষাধ্যক্ষ আব্দুল মোতাইন চৌধুরী (সুবিন), সাংগঠনিক সম্পাদক মো: আলা উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, প্রচার সম্পাদক চৌধুরী মো: মেরাজ, সদস্যরা হলেন, আব্দুল মুমিত চৌধুরী, সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী, সৈয়দ উমেদ আলী, আয়শা শাহনাজ (রিমি), এডভোকেট আব্দুর রহিম তরফদার, মো: আব্দুল ওয়াদুদ, মামুনুর রশিদ মহসিন, এডভোকেট আব্দুর রউফ, জাহেদ আহমদ চৌধুরী, মো: মাহবুবুর রহমান রাহেল, আশরাফ আলী, শাহ ফাহিম, ডা. সৈয়দ আজিজুল হক, ব্যাংকার নুরুল ইসলাম ও চন্দর কুমার দেব।