21 January 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বললো আইভরি কোস্ট

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলেছে আইভরি কোস্ট। এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল এই রাষ্ট্রটি। এখনও সেখানে ফ্রান্সের সেনা ঘাঁটি আছে। এবার ফ্রান্সকে সেনা সরাতে বললো দেশটি।

মূলত বছরের প্রথম দিনে ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়ার কথা জানিয়ে দিয়েছে আইভরি কোস্ট। কয়েক দশক ধরে সেখানে ফরাসি সেনাবাহিনীর ঘাঁটি আছে। সেই ঘাঁটিও সরিয়ে নেওয়ার কথা বলেছে দেশটি।

বছর শেষের ভাষণে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা জানিয়েছেন, জানুয়ারি থেকেই ধীরে ধীরে ফ্রান্সকে সেনা সরিয়ে নিতে হবে।

আফ্রিকার একাধিক দেশে দীর্ঘদিন ধরে সেনা ঘাঁটি ছিল ফ্রান্সের। কিন্তু ক্রমশ প্রায় সমস্ত দেশই ফ্রান্সকে সেনাঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বলেছে। এবার সেই দলে যোগ দিলো আইভরি কোস্ট। এর আগে মালি, বুরকিনা ফাসো, নাইজার থেকে ফ্রান্সকে সেনাঘাঁটি সরাতে হয়েছে।

উল্লেখ্য, এই প্রতিটি দেশেই এক সময় ফরাসি উপনিবেশ ছিল।

কিছুদিন আগে সেনেগাল এবং চাদ ফ্রান্সকে সেনাবাহিনী সরাতে বলেছে। প্রায় প্রতিটি দেশই চীন এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। এবার আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে গেলে আফ্রিকায় মাত্র আর দুইটি দেশে ফ্রান্সের সেনা ঘাঁটি থাকবে