21 January 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে হত্যা মামলার পলাতক আসামি জাকির পুলিশের হাতে গ্রেপ্তার

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারে আওয়ামী লীগের কর্মী আবুল হাসনাত হত্যা মামলার পলাতক আসামি জাকির হোসেন (৩৯) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

রবিবার (২৯শে ডিসেম্বর) আবুল হাসনাত হত্যা মামলার পলাতক আসামি জাকির হোসেনকে মৌলভীবাজার কুসুমবাগ এলাকার তার এক আত্মীয়ের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

সোমবার (৩০শে ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি ফটোনিউজবিডি ডটকমকে নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০২২ সালের ০২রা সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিলের আয়োজন করে৷ উক্ত মিছিলে আওয়ামীলীগ নেতাকর্মীরা এসে বাঁধা প্রদান করলে দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় আবুল হাসনাত নামের এক আওয়ামীলীগ কর্মী নিহত হয়। এই ঘটনায় মৌলভীবাজার জজ কোর্টে একটি হত্যা মামলা দায়ের করে আবুল হাসনাতের পরিবার।

মামলার আসামিরা হলেন- মাসুক মিয়া (৫২), জাকির হোসেন (৩৯), আব্দুল লতিফ (২৩), তাজুদ চৌধুরী (২৫) সাব্বির আহমদ (২৩), শাকিল মিয়া (২০), মোঃ শাহেদ (৩২), আল আমিন (২৭), মোঃ রিপন মিয়া (৩২), জাকির হোসেন (৩৪), সেলিম মিয়া (৩৮), মামুন আহমদ (৩৫), মাহমুদ মিয়া (৪০), সহ অজ্ঞাতনামা ৩৫/৪০ জন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার (এসআই) খসরুল আলম বাদল ফটোনিউজবিডি ডটকমকে বলেন, আবুল হাসনাত হত্যা মামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রবিবার আবুল হাসনাত হত্যা মামলার পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেপ্তারে সক্ষম হই। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরোও বলেন, মামলার অন্যান্য যে সকল আসামিরা পলাতক রয়েছেন তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।