ফটোনিউজবিডি ডেস্ক::
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কিন্তু যাদের দেহাবশেষ এখনো চিহ্নিত হয়নি, তাদের চিহ্নিত করে পরিবারের কাছে হস্তান্তর বিষয়ক সরকারি উদ্যোগ জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন দুজন সাংবাদিক৷
আজ (মঙ্গলবার) কবি ও সম্পাদক ইমরান মাহফুজ এবং বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ-এর আহ্বায়ক ইয়াসির আরাফাত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর এই চিঠি দেন।
চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে নিহত অনেক শহীদের লাশ/ দেহাবশেষ এখনো চিহ্নিত হয়নি বা এখনো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি মর্মে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে অবহিত হয়েছি। আমাদের সেই শহীদ ভাই বোনদের লাশ চিহ্নিত করে তাদের পরিবারের কাছে ফেরত প্রদান জাতীয় কর্তব্য বলে মনে করি।
চিঠিতে আরও বলা হয়েছে, নিখোঁজ শহীদদের বা গুম করার স্থান চিহ্নিত করে তাদের দেহাবশেষ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরের নিমিত্তে এখনো সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা এই চিঠি প্রাপ্তির ৩ দিনের মধ্যে পত্রপ্রেরককে লিখিতভাবে জানানোর অনুরোধ।
আর যদি পদক্ষেপ না নেওয়া হয়ে থাকে এই পত্র প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে এই বিষয়ক কার্যকর উদ্যোগ গ্রহণপূর্বক প্রেরককে জানিয়ে বাধিত করবেন।