22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এই বৈঠক হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।