21 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

চুয়াডাঙ্গায় ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রি, জরিমানা ২ লাখ টাকা

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

চুয়াডাঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে এই জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান, ক্যাব ও ছাত্র প্রতিনিধি। এ ছাড়া শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন সেনাবাহিনীর একটি দল।

অভিযান সূত্রে জানা গেছে, জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজার এলাকায় যৌথ অভিযানে সার-কীটনাশক, সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক সার ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রয়ের সত্যতা পায়। অর্থাৎ ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। পূর্বের সতর্ক করা শর্তেও আবারও আইন অমান্য করে পুনরায় একই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

অপরদিকে, সদরের ভালাইপুর বাজারে মেসার্স দিশা এগ্রো ট্রেডিংয়ে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সাদিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, পূর্বে সতর্ক করার পরও একই অপরাধ করায় এক প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে অপর আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।