03 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

কুলাউড়ায় নিষিদ্ধ সংগঠনের সাধারণ সম্পাদক রুমেল গ্রেপ্তার

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (০৯ নভেম্বর) গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় রুমেলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। 

শনিবার ভোর রাত ৩টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে রুমেল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর ঢাকা থেকে কুলাউড়ায় আনা হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুলাউড়া উপজেলার সমন্বয়ক আতিকুর রহমান তারেক বলেন, জুলাই এবং আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলায় নেতৃত্ব দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল। তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে আহত করেন। ৩ আগস্ট তার গুন্ডা বাহিনী নিয়ে কুলাউড়া স্কুল চৌমুহনী এলাকায় দা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। যা মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসী দেখেছে।