07 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

শপথ নিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর শাহেদ আলী

Share


স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার ২০২৫-২৬ সেশনে আমীরের শপথ নিলেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী।

শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিশেষ রুকন সম্মেলনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

কেন্দ্রীয় জামায়াত আমীরের প্রতিনিধি হিসেবে নব নির্বাচিত জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। বিশেষ রুকন সম্মেলনে জেলার সাড়ে ৪ শতাধিক রুকন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম চৌধুরী মতলিব, সিলেট বিভাগের আঞ্চলিক টিম সদস্য আব্দুল মান্নান, জেলা জাময়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও সেক্রেটারি মো. ইয়ামীর আলী।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের ভোটে জেলা জামায়াতের ১২ জন পুরুষ ও ৮ জন মহিলা মজলিসে শুরার সদস্য পদে নির্বাচিত হন।

এর আগে ২৪ অক্টোবর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠকে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান জেলা ও মহানগরের নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেন। গত ৪ অক্টোবর মৌলভীবাজার জেলার রুকন সম্মেলনে আমীর নির্বাচনে ভোট দেন জেলার সাড়ে ৪শতাধিক রুকন।

ইঞ্জিনিয়ার শাহেদ আলী ২০২৩-২৪ মেয়াদে প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা আমীর নির্বাচিত হন। ২০২৫-২৬ মেয়াদে দ্বিতীয়বারের মতো আমীর নির্বাচিত হলেন তিনি।

জেলা জামায়াত সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার শাহেদ আলী ২০০৬ সালে জেলা জামায়াতের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন থেকে তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রত্ব শেষ হলে তিনি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত হন।