07 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার ভোর রাতে কনকপুর ইউনিয়নের পতন গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, রুবেল উদ্দিন আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সরাসরি জড়িত ছিলেন। আওয়ামীলীগ নেতাদের সাথে মিলিত হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ছাত্রদের উপর হামলা চালান। তিনি মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীগের সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমানের ঘনিষ্ট ছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাকে জিল্লুর রহমানের পক্ষে কাজ করতে দেখা যায়। এছাড়াও রুবেল উদ্দিন কনকপুর ইউনিয়ন পরিষদের ভিতরে সুইমিংপুল বানিয়ে সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়েন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে গ্রেপ্তার করে রাতে মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।