23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া দম্পতিকে পাওয়া গেল চট্টগ্রামে  

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা সালাম আহমদ স্ত্রীসহ নিখোঁজ হবার ৬দিন পর চট্টগ্রামের বাঁশখালি থেকে উদ্ধার করা হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে তাদের খোঁজ পায় পুলিশ। খোঁজ পেয়ে পুলিশ পরিবারকে জানালে তাদের নিয়ে আসার জন্য আতœীয়রা চট্টগ্রামে যান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার খোঁজ পাবার পর সালাম আহমদের পরিবার চট্টগ্রামের বাঁশখালি যায়। বিকেলের দিকে তার পরিবার সহ তারা কুলাউড়ার উদ্দ্যেশ্যে রওয়ানা হয়েছেন। তবে কি কারণে তারা এতো দিন নিখোঁজ ছিলেন এবং কোথায় ছিলেন তা জানা যায়নি। তারা সেখানে কিভাবে গিয়েছেন, তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য জানা যাবে বলে জানায় পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ দম্পতিকে খুঁজে পাওয়ার পর বাঁশখালি পুলিশের সহযোগীতায় উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার কুষ্টিয়ায় আতœীয়ের বাড়ীতে বেড়ানোর উদ্দ্যেশ্যে বের হয়ে স্ত্রীসহ নিখোঁজ সালাম আহমদ। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের সাথে যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও যায়নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।