14 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

নিখোঁজ হওয়া দম্পতি ছিলেন আত্নগোপনে 

Share

 

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা সালাম আহমদ স্ত্রীসহ নিখোঁজ হবার ৬দিন পর চট্টগ্রামের বাঁশখালি থেকে উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে বাঁশখালি উপজেলার মিয়ারবাজার এলাকায় তাঁদের সন্ধান পায় পুলিশ। খোঁজ পেয়ে পুলিশ পরিবারকে জানালে তাদের নিয়ে আসার জন্য আত্নীয়রা চট্টগ্রামে যান। মূলত চড়া সুদে ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়ে আত্মগোপনে যান তিনি।

জানা যায়, কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় সালামের পান বিক্রির পাইকারি দোকান রয়েছে। ব্যবসার জন্য চড়া সুদে ঋণ নেন তিনি। বিষয়টি সালাম পরিবারের অন্য সদস্যদের জানাননি। সম্প্রতি পাওনাদারেরা টাকার জন্য তাঁকে চাপ দিতে থাকেন। এতে বাধ্য হয়ে সালাম স্ত্রীকে নিয়ে কুষ্টিয়ায় পরিচিত এক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আত্মগোপনে চলে যান। সালাম কৌশলে নিজের দোকানের কর্মচারীর কাছ থেকে বিকাশে ৩০ হাজার টাকা নেন। চট্টগ্রামের বাঁশখালীতে প্রথমে একটি আবাসিক হোটেলে ভাড়া থাকেন তাঁরা। পরে সেখানে একটি বাসা ভাড়া নেন।

সালামের বড় ভাই অলি আহমদ শুভ জানান, আমার ভাই দুই দাদন ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৯ লক্ষ টাকা ঋণ নেয় সুদে। একজনের কাছ থেকে নেয় সাড়ে ৪ লক্ষ আর অপরজনের কাছ থেকে নেয় ৫ লক্ষ টাকা। যার কাছ থেকে সাড়ে ৪ লক্ষ টাকা সুদ নেয় তাকে সাড়ে ২৬ লক্ষ টাকা পরিশোধ করার পরও তার মূল রয়ে গেছে। আর যার কাছ থেকে ৫ লক্ষ টাকা সুদ নিয়েছে তাকে ১৪ লক্ষ টাকা দেওয়ার পরও তার ৫লক্ষ টাকা বাকি রয়েছে। মূলত সুদের এই চাপের কারণে বাধ্য হয়ে সে বাড়ী ছাড়ে। 

তিনি আরও জানান, পুলিশের প্রযুক্তির সহায়তায় সালামের অবস্থান চট্টগ্রাম বলে জানা যায়। এরপর কুলাউড়ার পরিচিত কয়েকজনের সহযোগিতায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হন তাঁরা। সকালে বাঁশখালীর মিয়ারবাজার এলাকার একটি বাসায় সালাম ও তাঁর স্ত্রীর সন্ধান মেলে। এ সময় দুজনই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একপর্যায়ে সালাম আত্মগোপনের ঘটনাটি তাঁদের জানান। সালাম ও তাঁর স্ত্রীকে উদ্ধারের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তাঁরা মাইক্রোবাসে করে চট্টগ্রাম থেকে কুলাউড়ায় ফিরছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ দম্পতিকে চট্টগ্রামের বাঁশখালিতে পাওয়া গেছে। তাদের পরিবার এই দম্পতিকে কুলাউড়ায় নিয়ে আসছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার কুষ্টিয়ায় আত্নীয়ের বাড়ীতে বেড়ানোর উদ্দ্যেশ্যে বের হয়ে স্ত্রীসহ নিখোঁজ সালাম আহমদ। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের সাথে যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও যায়নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।