22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ-নেপাল ম্যাচে তিন মিনিটে দুই গোল

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। গোলের জন্য মরিয়া দুই দল বিরতির পর আক্রমণ-আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নিয়েছেন মনিকা চাকমা। তবে সেটি টিকেছে কেবল ৩ মিনিট। আমিশা কার্কির গোলে স্বাগতিক নেপাল সমতায় ফিরেছে।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটেই ম্যাচের ডেডলক ভেঙে লিড নেয় বাংলাদেশ। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা চাকমা। সেখান থেকে তিনি প্লেসিংয়ে গোল করেন।

নেপাল গোল পরিশোধ করতে সময় নেয়নি। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন আমিশা। ১-১ সমতা নিয়ে জমে উঠেছে সাফের ফাইনাল।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে চলছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি। এর আগে প্রথমার্ধ শেষে বাংলাদেশ-নেপাল কেউই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় রয়েছে ম্যাচ। স্নায়ুচাপে ভোগা দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করলেও, জালের দেখা পায়নি।

ঢাকাপোস্ট