03 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বেড়াতে গিয়ে নিখোঁজ দম্পতি  

Share

 

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা সালাম আহমদ। ৫দিন আগে কুষ্টিয়ায় আতœীয়ের বাড়ীতে বেড়ানোর উদ্দ্যেশ্যে বের হয়ে স্ত্রীসহ নিখোঁজ তিনি। কোথাও মিলছে না এই দম্পতির খোঁজ। বাড়ি বের হয়ে হাওয়া হয়ে গেছেন তারা। সস্ত্রীক সালামকে হারিয়ে দিনরাত আর্তনাদ করছেন স্বজনরা।

খোঁজ নিয়ে জানান যায়, কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাম আহমদ। শুক্রবার (২৫ অক্টোবর) কুষ্টিয়ায় এক ব্যবসায়ীক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য স্ত্রীসহ কুলাউড়া থেকে রওয়ানা হন। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের সাথে যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও যায়নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোথাও তার সন্ধান পাওয়া গেলে নিচের দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবার অনুরোধ জানিয়েছে। অলি আহমদ শুভ (নিখোঁজ ব্যক্তির বড় ভাই) মোবা: ০১৩০১-৮৭৭৫৮৫।

অলি আহমদ শুভ বুধবার রাতে জানান, আমরা আমাদের ভাইয়ের খোঁজ পেতে চাই। সে যদি পরিবারের কারও উপরে রাগ করে গেলেও অন্তত সেটা জানতে পারলে আমরা শান্তি পেতাম। থানায় জিডি করার পর পুলিশের সাথে যোগাযোগ হয়েছে। মোবাইলের লোকেশন চেক করে চট্টগ্রামে সর্বশেষ অবস্থান দেখাচ্ছে বলে সিলেটের ডিআইজি আমাদের জানিয়েছেন।

তিনি জানান, সালাম আহমদ প্রথমে কুলাউড়া থেকে বাসে করে মৌলভীবাজার যান। মৌলভীবাজার থেকে কি ধরণের গাড়ী ব্যবহার করেছেন সেটা জানতে পারিনি।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ নিখোঁজের রহস্য উদঘাটনে চেষ্টা করছে।