স্টাফ রিপোর্টার::
সিলেট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজ শাখার জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুলাউড়ার আব্দুল্লাহ খান ফাহিম।
শনিবার (১৯ অক্টোবর) সিলেট বিভাগের ছাত্রকল্যাণের কার্যকরী উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা মো: আমিনুল ইসলাম ও উপদেষ্টা রুহুল আমীন এবং শাহ আহমদ নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি নজরুল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ খান ফাহিম।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিমের পৈত্রিক বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের জয়চন্ডী গ্রামে। সে জয়চন্ডী গ্রামের বাসিন্দা ও কুলাউড়া উত্তর বাজারের ব্যবসায়ী মো. মঈন খানের ছেলে। মেধাবী এই শিক্ষার্থী সিলেট স্কলার্স হোম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ২০২০ সালে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ২০১৮ সালে এসএসসি ও ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে অর্থনীতি বিষয়ে স্নাতকে ভর্তি হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সোহানুর রহমান, সহ সভাপতি ওবায়দুর রহমান, আমিনুল ইসলাম ইমন, মাহমুদর রহমান ইমন, আশরাফুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজিম উদ্দীন পলাশ, এম সি সাখাওয়াত, মাহমুদুল হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হাদী, দপ্তর সম্পাদক রিয়াজ খান, শিক্ষা বৃত্তি সম্পাদক আসাদুল্লাহ আল গালিব ও প্রচার সম্পাদক তোফাজ্জল ভুঁইয়া।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিম বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে ঐক্য সৃষ্টি করা এবং তাদের সামাজিক, শিক্ষাগত এবং নৈতিক উন্নয়নে সহায়তা করা।”
তিনি বলেন, নতুন এই কমিটির অন্যতম প্রধান উদ্দেশ্য হবে সিলেটের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। সিলেট বিভাগের শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগটি একটি নতুন আশার আলো হয়ে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি।
ফাহিম বলেন, এই কমিটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায়, তাদের সমস্যাগুলো তুলে ধরতে এবং সবার জন্য একটি শক্তিশালী সহায়ক পরিবেশ তৈরি করতে নিরলস পরিশ্রম করবে।
নবনির্বাচিত সভাপতি তানভীর আহমেদ চৌধুরী বলেন, “এই সম্মানজনক দায়িত্ব আমাকে সিলেট বিভাগের শিক্ষার্থীদের জন্য কাজ করার নতুন অনুপ্রেরণা দিয়েছে। আমি এবং আমার টিম শিক্ষার্থীদের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”