22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, যা বললেন অধিনায়ক

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জয়খরা কাটানোর লক্ষ্য স্থির করেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ (বুধবার) বিসিবির পাঠানো বার্তায় জ্যোতি বলেন, ‘আমি বলব যে পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে, আমরা চাই যেন এই বিাশ্বকাপটা হিসাবে ও মনে রাখার মতো হয়।’

আগের চার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখালেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা খুবই হতাশাজনক (কোনো জয় না পাওয়া)। কিন্তু আমি বিশ্বাস করি এই দুঃখ এবার ঘোচাতেই চাই। যেন আমাদের এই দুঃখ আর না থাকে। শুরুটা করতে চাই আগামীকালকের ম্যাচ দিয়েই।’

বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর
সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস জ্যোতি কাজে লাগাতে চান বিশ্বকাপের মূল ম্যাচে, ‘আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্মআপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে, সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর এনার্জি বা ম্যাচ জেতার ক্ষুধা আছে, প্রত্যেকটা খেলোয়াড় একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।’

পাকিস্তান ম্যাচের পর দল বর্তমানে ভালো অবস্থায় আছে বলেও মত জ্যোতির, ‘ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। সেইসঙ্গে অনেক ভালো ব্যাক-আপ দিয়েছে বোলাররা। সো ফার সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই খেলব।’

প্রসঙ্গত, ২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে। যেখানে টাইগ্রেসরা ৪ ম্যাচে কেবল একটি (প্রতিপক্ষ আয়ারল্যান্ড) জয় পায়। এরপর ২০১৬ আসরে ভারত, ২০১৮ আসরে ওয়েস্ট ইন্ডিজ, ২০২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টির বিশ্ব আসরে দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতে ফেরে লাল-সবুজের মেয়ে প্রতিনিধিরা। প্রতিটি আসরেই গ্রুপ পর্বের চারটি করে ম্যাচ খেলে তারা প্রতিটিতেই হেরেছে।

আরব আমিরাতে এবার হবে মেয়েদের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসর ৩ অক্টোবর শুরু হয়ে ফাইনাল মাঠে গড়াবে ২০ অক্টোবর। দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ ‘এ’ তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।