22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশের বেশি

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোনের শেয়ারদর উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজারে এমন দৃশ্য দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট গ্রামীণফোনের শেয়ারমূল্য ছিল ২৪৭.২০ টাকা এবং এর বাজার মূলধন ছিল ৩৩ হাজার ৩৭৯ কোটি টাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর কোম্পানিটির শেয়ারের দাম ৫৩ শতাংশের বেশি বেড়ে ৩৭৯.২০ টাকায় পৌঁছেছে।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪৯.৩০ টাকা। দিন শেষে গ্রামীণফোনের বাজার মূলধন ৪৭ হাজার ১৬৬ কোটি টাকায় পৌঁছায়, যা ডিএসইস মোট বাজার মূলধনের ১২.১ শতাংশ।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ আগস্টের পর থেকে গ্রামীণফোনের শেয়ারদর বৃদ্ধির গতি কমে যায়। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার চাপের কারণে কোম্পানিটির শেয়ারদর সংশোধন করা হয়েছিল।