22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বড়লেখা থেকে সিলেটের যুবলীগ নেতা আটক

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকা থেকে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াস দিনারকে (৪১) আটক করেছে বড়লেখা থানা পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে দিনারের শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। সে  সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানায়, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াস দিনার চৌধুরী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এই খবরে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

জানা যায়, দিনার চোরাচালানসহ নানা অপরাধে জড়িত ছিল। পুলিশ কর্মকর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচÐ দাপট ছিল তার।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, কাশেমনগর এলাকার বাসিন্দারা দিনারকে আটক করে পুলিশকে জানালে আমরা তাকে থানায় নিয়ে আসি।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে আতœগোপনে চলে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াস দিনার চৌধুরী। গণবিপ্লবে শেখ হাসিনা সরকারের পতন হলে সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।