23 January 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বাংলাদেশি যুবক আটক

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিজিবি। রোববার রাতে খয়জুর আলী নামের ঐ যুবককে উপজেলার সীমান্তবর্তী পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। খয়জুর পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার বলেন, রবিবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন খয়জুর। এ সময় তার কাছে বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে খয়জুর বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করেন বিজিবির সদস্যরা।

ওসি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে খয়জুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।