14 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

প্রবাসী আওয়ামীলীগ নেতার পিতাকে গুমের অভিযোগ

Share

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা রাজনগর উপজেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান শামীমের পিতাকে গুম করে রাখার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দীউড়া গ্রামের নিজ বাড়ি থেকে একদল মুখোশপড়া লোক তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ রয়েছেন মোঃ লেচু মিয়া।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান শামীম ২০২১ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছেন। ২০২৩ সাথে লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসায় চলে যান। দেশে থাকা অবস্থায় ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকায়।

নিখোঁজের স্ত্রী সিরিজা বেগম বলেন, কয়েকদিন আগে আমার ছেলে শামিমকে মুঠোফোন এ কল দিয়ে হুমকি দেয়া হয়। বার বার কল এবং ওয়াটস অ্যাপ দিয়ে বলা হয় দেশে আসলে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে যাবে। গুম এবং হত্যার হুমকিও দেয়া হয়, তাছাড়াও তার পরিবারের অস্তিত্ব রাখবে না বাড়ি ঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেয় বিএনপি নেতারা।এরপর ১০ সেপ্টেম্বর আমার স্বামীকে তুলি নিয়ে যায়। কেউ কিছু বলতে পারছে না।

রাজনগর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শামীম বলেন, ডিজিটাল বাংলাদেশ এর রুপকার শেখ হাসিনা যার ভবিষ্যৎ পরিকল্পনা ছিলো বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ এ রুপান্তরিত করা। কিন্ত ৫ই আগষ্ট এর পর শুরু হয় এক নতুন খেলা। আওয়ামী সরকারকে হটিয়ে সরকারের দায়িত্বে চলে আসে ইউনুস সরকার। তারপর থেকে দেশে খুন, গুম, ধর্ষন, ডাকাতি চলতেই থাকে। গুম, খুন, চাদাবাজি, ডাকাতি, ধর্ষনের ধারাবাহিকতা চলতেই থাকে। গত কয়েকদিন থেকে আমার বাবা নিখোজ। কে বা কারা নিয়ে গেছে এখনো জানা যায় নি। আমি ও আমার পরিবার খুব চিন্তিত।

রাজনগর থানার ওসি আব্দুছ ছালিক বলেন, পুলিশ কাউকে ধরে আনেনি বা এই ধরনের কোন ঘটনার সাথে সম্প্রক্ত নয়। কে বা কারা করেছে অভিযোগ পেলে আমরা দেখবো।