23 January 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

Share

স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সদর উপজেলার শ্যামেরকোনা বাজারে আয়োজিত মেডিকেল ক্যাম্পে পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, কর্মপরিষদ সদস্য মনসুর আলী ও আকাশ আহমদ প্রমুখ।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ৩৫০ জনের অধিক লোককে চিকিৎসা সেবা প্রদান করা হয়।