21 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

পূণর্বাসনের জন্য ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি হবে: ফারুক ই আজম

Share

স্টাফ রিপোর্টার:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, পূণর্বাসনের জন্য ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি হবে। এ কমিটিতে বিভিন্ন পর্যায়ের লোক থাকবেন। সকলের সমন্বয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। শনিবার (০৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে এই কথা বলেন।

এসময় উপদেষ্টা ফারুক ই আজম মনুনদীর বাঁধে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন। তাদের কথা শুনেন। তাদেরকে পূণর্বাসনের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো: কামরুল হাসান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী মো: জাবেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামছুদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

বিকেলে উপদেষ্টা মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটায় মনুদীর ভাঙ্গন পরিদর্শন করেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের পূণর্বাসনের আশ্বাস দেন।

বাঁধ পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা মৌলভীবাজার সার্কিট হাউজে জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এদিকে, এবারের বন্যায় জেলার রাজনগর উপজেলায় বিভিন্ন খাতে ২’শ ১০ কোটি ৪৫ লক্ষ ৭ হাজার তিনশত উনপঞ্চাশ টাকার ক্ষতি হয়েছে।