05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

নেপালের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

বাংলাদেশ নেপালের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ নেপালের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। এসময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ খাতে নেপালের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী বলেন, নেপাল প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে স্বীকার করেছে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। বাংলাদেশের সঙ্গে নেপালের প্রথম থেকেই ভালো সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী উপস্থিত ছিলেন।