23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

হাওরে ঘুরতে গেলেন বন্ধুদের নিয়ে, ফিরলেন লাশ হয়ে 

Share

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে ঘুরতে গিয়ে রিয়াজুল ইসলাম (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে হাকালুকি হাওরের পরিবেশ টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। নিহত তরুণ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।

জানা যায়, প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগের জন বিকেলে বন্ধুদের নিয়ে হাকালুকি হাওরের পরিবেশ টাওয়ারে ঘুরতে যান রিয়াজুল ইসলাম। সেখানে সময় কাটানোর একপর্যায়ে সাতারের জন্য টাওয়ারের উপর থেকে নিচে লাফ দিয়ে পড়েন তিনি। লাফ দিয়ে পড়ার পর তিনি দীর্ঘক্ষণ ধরে ভেসে না উঠায় সঙ্গীরা পানিতে নেমে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার মৃতদেহ ভেসে উঠে। পরে তার মৃতদেহ উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

জুড়ী থানার ওসি মেহেদী হাসান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ব্যবস্থা করা হবে।