22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে বন্ধ গ্যাস সরবরাহ!

Share

 

স্টাফ রিপোর্টার:

জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বাসা বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। 

 বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজারের কালাপুরে শেভরন গ্যাস ফিল্ডে যান্তিক ত্রুটির কারনে এই সংকট দেখা দেয়।এতে সমস্যায় পড়েছেন গ্যাস গ্রাহকরা। মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী জানান, কাজ চলছে বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ সমস্যা সমাধান হবে। 

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বলেন, গতরাতে কালাপুরের শেভরন গ্যাস ফিলডে হঠাৎই তাদের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে করে সমস্যা দেখা দেয়। পরে আমরা পাইপ দিয়ে হবিগঞ্জের সাথে যুক্ত করি, যার কারণে গ্যাসের চাপ কমে যায়। 

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের তথ্য মতে মৌলভীবাজার সদরে প্রায় ৭ হাজার গ্রাহক। তাদের মধ্যে ৭০০ হবে বানিজ্যিক গ্যাস গ্রাহক।