23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ চান শিক্ষার্থীরা

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথের পদত্যাগ ও তার সিন্ডিকেটের অপসারণ চান বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সরকারি কলেজ প্রাঙ্গনে এই দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষের দ্রুত অপসারণ ও তার দ্বারা গঠিত সকল সিন্ডিকেট কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। পাশাপাশি এর সাথে জড়িত দোসরদের বিচারের কাটগড়ায় নিয়ে আসতে হবে।  

এসময় শিক্ষার্থীরা বলেন, আওয়ামীলীগ পরিচয়ে দুর্নীতির মহা উৎসবে মেতে উঠেছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ ও তার সিন্ডিকেট। কলেজে যোগদানের পর থেকেই তিনি একক আধিপত্য বিস্তার করেছেন। অনুগত শিক্ষকদের দিয়ে গড়ে তোলেছেন শক্তিশালী সিন্ডিকেট। কলেজের বিভিন্ন খাত থেকে নিয়মিত টাকা উত্তোলন, ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাৎ, প্রশংসা ও প্রত্যয়নপত্রের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, সিন্ডিকেটের বাহিরের শিক্ষক ও কর্মচারীদের জিম্মি করে রাখা, অবসরে যাওয়ার পরেও কোনো প্রকার নিয়োগ ছাড়া নিজের পছন্দের কর্মচারী বহাল রাখা ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার সহ নানা অভিযোগের অন্ত নেই। অধ্যক্ষের এমন দুর্নীতিতে ভেঁঙ্গে পড়েছে জেলার সর্বোচ্চ প্রতিষ্ঠানটির লেখাপড়ার পরিবেশ।

সমাবেশে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন আহমদ, গণিত বিভাগের আরাফাত রহমান, একাদশ শ্রেণীর তানভীর আহমদ, সুমাইয়া আক্তার, কাওসার হোসাইন, জান্নাত সহ প্রমুখ।