23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত দুই

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশায় এলাকায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেলে আদপাশা সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মন্জু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর গ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই ব্যক্তি মোটর সাইকেলের আরোহী ছিলেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।