23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে জামায়াতের শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা পরিদর্শন ও শুকনো খাবার বিতরণ করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ  ফখরুল ইসলাম। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) পৌর শহরের এম সাইফুর রহমান রোডের ঝুঁকিপূর্ণ বাঁধ  পরিদর্শন ও ব্যবসায়ীদের  সাথে মতবিনিময়  করে সাহস দেন ও মহান আল্লাহর সাহায্য কামনা করেন। 

মহানগরী আমীর দুপুরে রাজনগর উপজেলার মনু নদীর ভাঙ্গনে ব্যাপক ক্ষতিগ্রস্ত মনসুর নগর ইউনিয়নের কদমহাটা  বাজারে ভাঙ্গন পরিদর্শন এবং কদমহাটা উচ্চ বিদ্যালয় ও কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ২২০টি পরিবারের  বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার  ও বিশুদ্ধ পানি  বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর  মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ  আলাউদ্দিন শাহ, জেলা কর্ম পরিষদ সদস্য সৈয়দ  তারকুল হামিদ,  মৌলভীবাজার  পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম,  সদর উপজেলা আমীর  মোঃ ফখরুল ইসলাম, শ্রমিক  কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি  মাওলানা  আহমেদ ফারুক, পৌর  সেক্রেটারী আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ  চৌধুরী, পশ্চিম বাজার  ব্যবসায়ী সমিতির সেক্রেটারি  সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন, রাজনগর উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ  মোঃ শাহাবুদ্দিন,  দেলোয়ার হোসেন বাবলু, মনসুর নগর ইউনিয়ন সভাপতি মোঃ সাইফুল ইসলাম  প্রমুখ।

প্রসঙ্গত, জেলার মনুনদীর ভাঙ্গনে রাজনগর উপজেলার  টেংরা ইউনিয়নের একামধু,  ভাংগারহাট ও হংসখলা, কামারচাক ইউনিয়নের প্রেমনগর,  মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকায় ও  উপজেলা সদর কোমর সমান পানিতে প্লাবিত হয়। এছাড়া কমলগঞ্জ উপজেলার  ইসলামপুর ইউনিয়নের মকাবিলে ও আদমপুর ইউনিয়নের ঘোড়ামারায় ধলাই নদীর বাঁধ ভেঙে বিশাল এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ে। 

কুলাউড়া উপজেলার  টিলাগাও ইউনিয়নের জালালপুর, মিয়ারপাড়া এবং হাজীপুর তিন টি স্থানে মনু নদীর ভাংগনে টিলাগাও, ব্রাক্ষ্মণবাজার, রাতগাঁও, কাদিপুর সহ বিস্তৃর্ণ এলাকার মানুষ পানিবন্দিতে ঝুঁকির মধ্যে আছেন।