23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিপদসীমার নিচে ধলাই, কমছে মনু নদীর পানিও

Share

স্টাফ রিপোর্টার::

ভারতে বৃষ্টি না হওয়ায় এবং উজানে ঢলের পানি কমায় ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মনু নদীর পানিও কমতে শুরু করেছে। শুক্রবার সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী এই খবর জানা যায়।

আকষ্মিক বন্যায় হঠাৎ করে তলিয়ে যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতঘর, আঞ্চলিক সড়ক, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান। এতে কমপক্ষে আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। মনু, ধলাই ও জুড়ী নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। ৪টি উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ বন্ধ থাকে। সময়ের সাথে সাথে বাড়িতে থাকে পানি, প্লাবিত হয় নতুন নতুন এলাকা। দূর্ভোগে পড়েন কয়েক হাজার মানুষ। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টার আপডেট অনুযায়ী জেলার মনু নদী (রেলওয়ে ব্রীজ) বিপদসীমার ২৯ সে.মি, চাঁদনীঘাট এলাকায় ১১৫ সে.মি, জুড়ী নদীতে বিপদসীমার ১৯৬ সে.মি, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং ধলাই নদীর পানি বিপদসীমার  ৮১ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, ধলাই নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি না হওয়ায় মনু নদীর পানিও কমতে শুরু করেছে। বিকেলের মধ্যে মনু নদীতে পানি আরও কমবে।