22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ছাত্রদের অবস্থান

Share

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় জুড়ী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবণের সামনে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

জানা যায়, এর আগে গত ৩ আগস্ট জুড়ীতে কোটা সংস্কার আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলের শেষের দিকে সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হমলায় আহত হন কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি নিরব ভূমিকা পালন করেন। কিন্তু পরদিন ৪ আগস্ট আক্রমনকারীদের সাথে নিয়েই জুড়ীতে আওয়ামিলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল এবং শিক্ষার্থী ও কেউ আন্দোলনের প্রস্তুতি নিলে প্রতিহত করতে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন জুড়ীতে। এতে নেতৃত্ব দেন জুড়ী উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি এবং ভাইস চেয়ারম্যান জুয়েল আহমেদ।

এ ঘটনার নিন্দা জানিয়ে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসের সহযোগী কেউ জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান হতে পারে না। জুড়ীতে আমাদের ভাইদের উপর আক্রমণ করতে তারাই নেতৃত্ব দিয়েছিল। আমরা ভালো ব্যবহার করে বলছি পদত্যাগ করতে, না হয় আমরা আরও কঠোর কর্মসূচী দেব।

ছাত্র সমন্বয়ক আফজাল হোসাইন হাসান বলেন, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা করে দেশীয় অস্ত্র নিয়ে জুড়ী উপজেলায় তাদের সমর্থক নিয়ে মাঠে নামেন উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও ভাইস চেয়ারম্যান জুয়েল রানা। এর আগে ৩ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে হামলাও হয়। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পদত্যাগ চায়। তাদের পদত্যাগের দাবিতে জুড়ী উপজেলা পরিষদে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।