05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

এবার এলপিএলেও ডাক পেলেন শরিফুল 

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয় আগেই যোগ দিয়েছিলেন লঙ্কান প্রিমিয়ার লিগে। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেক পেসার শরিফুল ইসলাম। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে আগামীকাল বুধবারই দেশ ছাড়ছেন তিনি।

লঙ্কা প্রিমিয়ার লিগে শরিফুল ইসলাম খেলবেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে। আগের আসরগুলোতে বি-লাভ ক্যান্ডি নামে অংশ নিয়েছিল তারা। এবার নাম আর ফ্র্যাঞ্চাইজ বদলে তারা খেলছে নতুন নামে। যদিও দলের মূল খেলোয়াড়দের অনেকেই আছেন এবারেও।

ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে এই দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমান্থ চামিরা কিংবা দাসুন শানাকার মতো ক্রিকেটাররা। এবারে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন শরিফুল। আগামীকাল দুপুর ২.৩০ টায় শ্রীলঙ্কার বিমান ধরছেন তিনি।

এবারের এলপিএলে শুরুটা ভালোই করেছে শরিফুলের দল ক্যান্ডি ফ্যালকনস। প্রথম ম্যাচেই তারা হৃদয়-মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সকে হারিয়েছে ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে বর্তমানে তারা খেলছে কলম্বোর বিপক্ষে।