23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে ট্যুরিজম বোর্ডের দুই দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন

Share

স্টাফ রিপোর্টার:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পর্যটনশিল্পের ভূমিকা শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ও ট্যুর গাইড এন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন মৌলভীবাজার (টোয়াম) এর সহযোগীতায় এই কর্মশালার আয়োজন করা হয়। শনিবার (২৫ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে কর্মশালার সমাপ্তি হয়।
দুইদিন ব্যাপী কর্মশালায় স্মার্ট বাংলাদেশ এবং স্মাট ট্যুরিজম নিয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক ধারণা দেওয়া হয়। কর্মশালায় ট্যুরিজম বোর্ডের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক সাজু সরদার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম, ট্যুর গাইড এন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন মৌলভীবাজার (টোয়াম) সভাপতি খালেদ হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন কোর্সের সমন্বয়ক মহিউদ্দিন, আধুনিক ট্যুরিজমের স্বত্বাধিকারী আশরাফ আলী সহ টোয়াম এবং ট্যুর অপারেটরগণ।
এর আগে শ্রীমঙ্গলের একটি হোটেলের সম্মেলন শুক্রবার (২৪ মে) সকাল ৯টা থেকে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে ৩০ জন ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড অংশগ্রহণ করেন।