23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের বর্তমান কমিটির নেতারা ব্যর্থ, নিষ্ক্রিয় ও অকার্যকর বলে অভিযোগ তুলেছেন যুবদল ও ছাত্রদলের নেতারা। একইসঙ্গে বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তারা।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মিছিল করেন যুবদল ও ছাত্রদল নেতারা।

মিছিলকারীদের দাবি, অযোগ্য, নিষ্ক্রিয় ও পলায়ন উন্মুখদের দিয়ে ২৫০ সদস্যের যুবদলের কমিটি করা হয়েছিল। যার ফলে সরকার পতনের এক দফা আন্দোলনে যুবদলের অধিকাংশ নেতাকে রাজপথে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল-অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছে।

স্বচ্ছতা-জবাবদিহিতার অভাবে জেলা উপজেলা পর্যায়ে আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলেও তার কোনো বিচার হয়নি বলেও দাবি বিক্ষুব্ধ নেতাকর্মীদের। তারা বলেন, এক কথায় বর্তমান যুবদলের কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করা সময়ের দাবি।

মিছিল শেষে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সদস্য সৈয়দ আবেদীন প্রিন্স, আহসানুল্লাহ তুষার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি তারিক উজ জমান, শোয়াইব খন্দকার, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান প্রমুখ।