05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে তাভাস ফ্যাশন এর উদ্বোধন

Share

স্টাফ রিপোর্টার:
চায়ের রাজধানী খ্যাত প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড তাভাস এর শো-রুমের উদ্বোধন করেন দেশের পরিচিত মুখ, জনপ্রিয় গায়ক তাসরিফ খান। এসময় তাসরিফ এর সাথে ছিলো তাঁর ব্যান্ড “কুঁড়েঘর” এর অন্যান্য সদস্যারাও। ১ এপ্রিল সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার পৌর শহরের এম সাইফুর রহমান রোডে (হোল্ডিং নাম্বার-০৯৬৪) কেক কেটেশো-রুমের উদ্বোধন করা হয়। এসময় তাসরিফ খান’কে দেখতে কয়েক হাজার মানুষ সমবেত হন। তাৎক্ষণিকভাবে অনেকেই তাসরিফ খান এর হাতে জনপ্রিয় তাভাস ফ্যাশন ব্রান্ড এর কাপড় কিনেন।
উদ্বোধন উপলক্ষে তাভাসে থাকছে সকল পণ্যে ফ্লাট ২০% ছাড়!। এ শো-রুমে পুরুষ, মহিলা ও বাচ্চাদের যাবতীয় সব এক্সক্লুসিভ কালেকশনস রয়েছে। উদ্বোধনের পর থেকেই জনপ্রিয় এ ব্রান্ডে প্রতিনিয়ত ক্রেতাদের ভীড় বাড়ছে।
পুরুষদের কালেকশনে আছে পাঞ্জাবি, কাবলী পায়জামা, ক্যাজুয়াল-শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, জিন্স প্যান্ট, টুয়েল প্যান্ট, কটন প্যান্ট ইত্যাদি আরও আকর্ষণীয় পণ্য। মহিলাদের জন্য আছে থ্রি-পিস, টু-পিস, সিঙ্গেল পিস, টিউনিক, গাউন, ওড়না প্যান্ট সহ আরো এক্সক্লুসিভ আইটেমস। এছাড়াও বাচ্চাদের জন্য পাবেন পাঞ্জাবী, পায়জামা, কাবলি, টি-শার্ট, পোলো শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট ইত্যাদি আরও সকল আইটেমস। আর ঈদের এক্সক্লুসিভ আইটেম হিসেবে পাচ্ছেন কম্বো সেট।