ফটোনিউজবিডি ডেস্ক:
গেল মাসে বাংলাদেশ দলের সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন সাকিব আল হাসান। নতুন করে নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। দায়িত্ব পেয়েই জিতেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে হেরেছেন লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টেও।
আজ (বৃহস্পতিবার) সকালে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় শান্তর অধিনায়কত্ব কেমন লেগেছে এবং কিভাবে মূল্যায়ন করবেন। জবাবে টাইগার ক্রিকেটের এই পোস্টারবয় জানালেন সবার সাপোর্ট পেলে শান্ত হয়ে উঠবেন অসাধারণ লিডার।
সাকিব বলেন, ‘খুবই আর্লি স্টেজ, কিন্তু আমি সিউর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে। এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে, কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে আরও বড় হতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে।’
এদিকে, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে রয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল ডিপিএলে নিজ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন সাকিব।