স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিকাশ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনসহ ২১টি সচল মোবাইল সেট এবং নগদ ৬,৩৯০ টাকা জব্দ করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো: মনজুর রহমান।
জানা যায়, ২৬ মার্চ (মঙ্গলবার) বিকেলে মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়ার মালিকাধীন হারুন মঞ্জিলের ৬ তলার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ টিটুল মোল্লা টিটু (৩৬), রুবেল শেখ (৩১), সবুজ হাওলাদার, হৃদয় শেখ (২০), সাজ্জাদ হোসেন ও হাসান খালাশি। গ্রেফতারকৃতদের সকলের বাড়ি ফরিদপুর জেলায়।
এছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন স্কুল কলেজের উপবৃত্তিভোগী শিক্ষার্থী এবং বয়স্কভাতা ভোগীদের মোবাইল নম্বরসহ ১২ পাতার একটি তালিকা জব্দ করা হয় । যে তালিকা থেকে তারা সাধারণ মানুষদের ফোন করে প্রতারণা করতো।
পুলিশ সুপার জানান, আটককৃতরা এই কাজের সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং এই কাজকে তারা পেশা হিসেবে বেঁছে নিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোয়ার আলম ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।