23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় জমিতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতাড়িত হয়ে লিয়াকত আলী ( ৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার(২৪মার্চ) সকাল ১০ টার দিকে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করন গ্রামে ঘটনাটি ঘটে। মৃত লিয়াকত আলী গৌড়করন গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে।

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, শনিবার রাত ৮ টার পর ঝড়ের সাথে ছিলো বৃষ্টি ও বজ্র বৃষ্টি। ঝড়ের কবলে পড়ে বৈদ্যুতিক লাইন জমিতে ছিড়ে পড়ে যায়। সকালে ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামের লিয়াকত আলী( ৭৫) হাকালুকি হাওর এলাকায় গৃহপালিত পশুর জন্য ঘাস সংগ্রহ করতে যান। এসময় বিদ্যুতের ছিড়ে পড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাী সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য আবেদন করা হয়েছে।