23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্যের পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিনই আবার তাকে বাসায় নেওয়া হয়।

তার আগে গত ১১ জানুয়ারি ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া।