23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি আজ দুপুর তিনটায়

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। সিরিজে প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দল দুটি। যে কারণে আজ শেষ ম্যাচ অঘোষিত ফাইনাল।

এই ম্যাচে জয় পাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ এমনটি গতকাল জানিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রধান কোচ বলেন, ‘আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।’

‘আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’-আরও যোগ করেন তিনি।

আজ সিরিজ নির্ধারণের ম্যাচে অবশ্য বাংলাদেশের একাদশে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। গত ম্যাচের একাদশ নিইয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে এসে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।