জেলা প্রতিনিধি::
কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আশরাফুল মুসতাকিম নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ মার্চ) বিকেলে উপজেলার হাড়িখোলা গ্রামে মেসার্স হোসেন ব্রিক ফিল্ড এর ভিতরে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মারা যাওয়া যুবলীগ কর্মী আশরাফুল মুসতাকিম গল্লাই এলাকার সাবেক সংসদ সদস্য মৃত আলী আশরাফের ছেলে। সে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর ছোট ভাই। এই ঘটনায় নিহতের বড় ভাই মুনতাকিম আশরাফ টিটু বাদী হয়ে শুক্রবার বিকেলে ১১ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলার আসামীরা হলেন, মো: সাইফুল ইসলাম, আমজাদ মালিক, কাউছার আহমদ, জাফর আলী, জাকির মিয়া, সাদেক মিয়া, জালাল মিয়া, সেলিম মিয়া, আরিফ মিয়া, মামুন খন্দকার ও আলী হোসেন মাস্টার।
খোঁজ নিয়ে জানা যায়, পূর্ব বিরোধের জের নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে উভয়পক্ষ পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয় নিহত আশরাফুল মুসতাকিম। সেখান থেকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আশরাফুল মুসতাকিম বড় ভাই মুনতাকিম আশরাফ টিটু বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমার ছোট ভাইকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরেছে। আমরা এঘটনায় থানায় মামলা করেছি। আমরা এই হত্যার বিচার চাই।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ আহমদ সানজুর জানান, সংষর্ষে নিহত হবার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। এঘটনায় যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।